সারা বাংলা

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৮৩১ প্রবাসী

টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৩১ জন প্রবাসী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬১ জন প্রবাসী যুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত এই ছিল টাঙ্গাইলের হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন ৪৬৩ জন।

জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকা এসব প্রবাসীকে পর্যবেক্ষণ করছেন। এদের মধ্যে সব চেয়ে বেশি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব এবং ইতালি ফেরত প্রবাসীরা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘জেলায় মোট এক হাজার ২৯৪ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৪৬৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত টাঙ্গাইল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কেউ ভর্তি হননি। এমনকি কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত্রও হননি। এছাড়া জেলায় চিকিৎসকদের করোনা মোকাবিলায় পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে।’ শাহরিয়ার সিফাত/সনি