সারা বাংলা

একসঙ্গে হাঁটায় কান ধরিয়ে শাস্তি

করোনাভাইরাস সংক্রমণরোধে মাস্ক না পরায় এবং নিরাপদ দূরত্ব বজায় না রেখে একসঙ্গে চারজন হাঁটায় কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী বাসস্ট্যান্ডে চার যুবককে এভাবে শাস্তি দেওয়া হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জরুরি প্রয়োজন ছাড়াই ওই চার যুবক নিরাপদ দূরত্ব বজায় না রেখে একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন। তাদের কেউ মাস্ক পরেননি। এ সময় কাউতলী বাসস্ট্যান্ডে ট্রাফিক সার্জেন্ট ইখতিয়ার উদ্দিন আহমেদ তাদের এভাবে দাঁড় করিয়ে রাখেন। এরপর নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার শর্তে ছেড়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত অনেকে এই শাস্তি দেওয়াকে স্বাগত জানান।

সার্জেন্ট ইখতিয়ার উদ্দিন আহমেদ জানান, তাদের করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন করে ছেড়ে দেওয়া হয়। মাইনুদ্দীন/বকুল/নাসিম