সারা বাংলা

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে নতুন আরো ১৫২

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।

এনিয়ে গত ১১ দিনে সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিদেশ ফেরত ২ হাজার ৫২ জন ।

জেলায় বিদেশ থেকে আসা লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ৯,৬১৪ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছেন ৭,৫৬২ জন।

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩ জন,কলারোয়া উপজেলায় ৩৯ জন, তালা উপজেলায় ৭ জন, কালিগঞ্জ উপজেলায় ৭ জন, শ্যামনগর উপজেলায় ৩৬ জন, আশাশুনি উপজেলায় ২১ জন ও দেবহাটা উপজেলায় ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, জেলায় ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ৯,৬১৪ জনের বাড়ি চিহ্নিত করে লাল ফ্লাগ টানিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

 

শাহীন/টিপু