সারা বাংলা

সাতক্ষীরায় ঘরে ফিরতে মাইকিং

করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলার সাত উপজেলায়  সেনা-পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিদর্শন অব্যাহত রয়েছে।

এসময় হ্যান্ড মাইকিংয়ে জনগণকে বিনা কারণে বাইরে না থেকে ঘরে ফিরতে বলা হচ্ছে।

এদিকে সাতক্ষীরার সাত উপজেলায় নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকান পাট সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে শহর তেমন কোন লোকজন চলাচল করতে দেখা যায়নি।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। তাই এই ভাইরাস থেকে মুক্ত হতে সকলকে সতর্ক থাকতে হবে।'

তিনি বলেন, ‘বিশেষ প্রয়োজন ছাড়া যদি কেউ ঘরের বাইরে বের হলে পুলিশ আজ থেকে তাদের উপর মৃদু অ্যাকশনে যেতে বাধ্য হবেন।'

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সেনা-পুলিশ ও আনসার বাহিনীর ২০টি টিম জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সরকারিভাবে ঘোষিত নির্দেশনার বাইরে অসঙ্গতি দেখলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরো জানান, জেলার ৭ উপজেলায় ৫০ হাজার করে নগদ টাকা এবং ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।যা উপজেলা নির্বাহী অফিসারগণ উপজেলার দুস্থ মানুষদের তালিকা প্রস্তুত করে বাড়িতে বাড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

শাহীন/টিপু