সারা বাংলা

‘করোনা আইন অমান্য করলে জমি রেজিস্ট্রেশন হবে না’

করোনা প্রতিরোধে আইন অমান্য করলে জমি রেজিস্ট্রেশন করা হবে না বলে জানিয়েছেন নড়াইলের দলিললেখকরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নড়াইল দলিললেখক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এক কর্মসূচিতে একথা জানান নড়াইলের সাব-রেজিস্টার শাহাজান হোসেন মোল্যা।

তিনি বলেন, সকলের সহযোগিতায় করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে কেউ যদি আইন অমান্য করেন, তাহলে তাদের জমি এই সময়ে রেজিস্ট্রেশন করা হবে না। বিশেষ করে বিদেশফেরত কোনো ব্যক্তি যদি হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাফেরা করেন, তাদের ক্ষেত্রে জমি রেজিস্ট্রেশনে কঠোরতা অবলম্বন করা হবে। এজন্য সকলকে সচেতন হতে হবে।

কর্মসূচিতে করোনাভাইরাস প্রতিরোধে সমিতির উদ্যোগে দলিললেখক ও জমি ক্রেতা-বিক্রেতাসহ ২০০ জনের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার উপকরণ বিতরণ করা হয়। এবং রেজিস্ট্রি অফিসসহ ভূমি অফিস ও গোচর বাজার এলাকায় জীবানুনাশক স্পে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দলিললেখক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি শহিদুল হক মোল্যা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি ফারুক হোসেন, রফিকুল ইসলাম, তোফায়েল বিশ্বাস, কাজী রাকিবুল ইসলাম, আল আমিন প্রমুখ।

 

ফরহাদ/বুলাকী