সারা বাংলা

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে যুবকের দৃষ্টান্ত

পাবনার চাটমোহরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে পুরো শহর জুড়ে জীবাণুনাশক ছিটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আসাদুজ্জামান পান্না নামের এক যুবক।

শুক্রবার (২৭ মার্চ) ব্যক্তিগত উদ্যোগে পৌর শহরের পাড়া-মহল্লা ও রাস্তা ঘাটে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেরাই জীবাণু ছিটানোর কাজে নেমে পড়েন ওই যুবক।

ব্লিচিং পাউডার, স্যাভলন, জীবাণুনাশক ওষুধ ও পানির সমন্বয়ে তৈরিকৃত জীবাণুনাশক ছিটানো কার্যক্রম জারদ্রিস মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাজারে গিয়ে শেষ হয়।

আসাদুজ্জামান পান্না নামের ওই যুবকের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন চাটমোহরের সচেতন সমাজ।

এ বিষয়ে চাটমোহর পৌর সদরের ব্যবসায়ী রনি রায় বলেন, ‘পান্না যে কাজ তার বন্ধুদের সঙ্গে নিয়ে করেছে তা খুবই ভাল উদ্যোগ। এভাবে ভাল কাজে যুবকরা এগিয়ে আসলে সবার মঙ্গল হবে। সবাই সচেতনও হবে। এই সচেতনতায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, ‘আসাদুজ্জামান পান্নার মতো যুব সমাজের অন্যদেরও এমন আরো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাকে মোকাবেলা করা যাবে।’

এ সময় শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, তারেক হাসান, সাধন দাস, সুমন হোসেন, সজিব হোসেন ও শামীম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। শাহীন/বুলাকী