সারা বাংলা

বরিশাল বিভাগে ২৭১৮ জন হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৭১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

এ বিভাগে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৫৬ জন কোয়ারেন্টাইনে আছেন। সর্বনিম্ন ১৮১ জন কোয়ারেন্টাইনে আছেন ঝালকাঠি জেলায়।

বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টাইনে থাকা অধিকাংশই প্রবাসী। বরগুনা ও বরিশালে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নেওয়া থাকা চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন আরো ৫ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বরিশাল/স্বপন/রফিক