সারা বাংলা

করোনাভাইরাস: বরিশাল নগরে এক বাসায় অভিযান

করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে বরিশাল নগরীর ভাটিখানার একটি বাসায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে সন্দেহজনক প্রবাসী তার শ্বশুর বাড়িতে থাকায় বাড়িতে পাওয়া যায়নি।

অন্যদিকে করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়াতে শুক্রবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে জনসমাগমে থাকার কারণে মোহাম্মদ সানুকে এক হাজার টাকা ও নতুন বাজার এলাকার হালিম স্টোর্সে মূল্য তালিকা না থাকায় সত্ত্বাধিকারী ফয়সাল হাসানকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার।

এ দিকে জনসামাগম প্রতিরোধে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনসমাগম এড়াতে পুলিশ বেশ কয়েকজনকে কান ধরিয়ে ওঠবস করায়। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া নগরীর বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ, অধিকাংশ এলাকাই ছিল জনশূন্য। বরিশাল/জে. খান স্বপন/সাজেদ