সারা বাংলা

রাস্তার লোকটির দায়িত্ব নিলেন ইউএনও

দুদিন ধরে মানুষটি পড়ে আছে রাস্তায়। কেউ ফিরেও তাকায়নি। করোনা আতঙ্কে কাছেও যায়নি। অনাহারে প্রায় নিশ্চল হয়ে পড়েছেন।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুতের সামনে পড়ে ছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি। পরনে নীল-সাদা চেক লুঙ্গি, খালি গা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যখন সবাই ঘরে বন্দি, তখন তিনি রাস্তায় পড়ে। হয়তো এ কারণেই তার দিকে নজর গেছে প্রশাসনের।

পড়ে থাকা লোকটির চিকিৎসা এবং সার্বিক সহযোগিতায করতে এগিয়ে এলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।

তার নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ নূরুল ইসলাম লোকটিকে উদ্ধার করেন। উদ্ধারকার্যের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এসআই মো. আবুল কালাম।

মানুষটিকে উদ্ধারের সময় জানা গেলো তিনি মানসিক ভারসাম্যহীন। নিজের নাম বা পরিচয় সবই ভুলে গেছেন। অসংলগ্ন কথাবার্তা তার। মৃদুভাষী।

উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইমরুল/সনি/নাসিম