সারা বাংলা

বাগেরহাট শহরে ছিটানো হচ্ছে জীবানুনাশক ওষুধ

বাগেরহাট পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়েছে।

শহরের ফলপট্রি মোড়, কাঁচাবাজার, মাছ বাজার ও শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকায় এ জীবানুনাশক স্প্রে করা হয়।

শহরকে জীবানুমুক্ত রাখতে বাগেরহাট পৌরসভা, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ছিটানো হচ্ছে এই জীবানুনাশক ওষুধ।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

করোনাভাইরাস প্রতিরোধে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্ততি রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের বাগেরহাটের উপপরিচালক গোলাম ছরোয়ার।

 

টুটুল/টিপু