সারা বাংলা

পাবনার লকডাউন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনার প্রথম ‘লকডাউন’ এলাকা চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে গ্রামের দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান।

ইউএনও সরকার মোহাম্মদ রায়হান জানান, সরকারের বিশেষ (খয়রাত) বরাদ্দ থেকে কাটাখালী গ্রামের ২শ’ পরিবারকে (প্রতি পরিবার) ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং একটি করে সাবান দেয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সহ-সভাপতি ইশারত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সতকর্তায় গেলো ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান কাটাখালী গ্রামকে লকডাউনের ঘোষণা দেন।

 

শাহীন/বুলাকী