সারা বাংলা

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে প্রশাসন

করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কীভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে পাবনা জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান দরিদ্র দুস্থদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করেন।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে সহায়তা করেন।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, পাবনা পৌর সদর ও এর আশপাশের এলাকায় গাড়ি নিয়ে ৫শ’ জন দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসন থেকে দুই লাখ টাকা ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। সেই চাল ও টাকা দিয়ে অন্যান্য খাদ্য সামগ্রী কিনে বিতরণ শুরু হয়েছে।

খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও পেঁয়াজ-রসুন মিলিঢে ১ কেজি ২শ’ গ্রাম।

 

শাহীন/বুলাকী