সারা বাংলা

জয়পুরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন

করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এবার রাস্তায় নেমেছে উপজেলা প্রশাসন। ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।

শনিবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন বাজারে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। প্রতিটি দোকানের সামনে তিন ফুট দুরুত্ব বজায় রেখে লাল বৃত্ত এঁকে দেওয়া হয়।

এসময় মিল্টন চন্দ্র রায় বলেন, ‘করোনা ভইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত প্রমুখ। জয়পুরহাট/শামীম কাদির/সাজেদ