সারা বাংলা

জীবাণুনাশক ছেটালো এসএমপি’র ‘জলকামান’

জীবাণুনাশক ছেটালো এসএমপি’র ‘জলকামান’: নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জলকামান’ নিয়ে জীবাণুনাশক ছিটিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার (২৯ মার্চ) দিনব্যাপী নগরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছেটানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও চালায় এসএমপি।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

মো. জেদান আল মুসা জানান, কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে জলকামান দিয়ে দিনব্যাপী শহরের চৌহাট্টা, লামাবাজার, রিকাবিবাজার, দরগাগেইট, আম্বরখানাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শহরের আশপাশের এলাকার সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়। এই কর্মসূচি চলমান থাকবে।

নগরবাসীকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন।’

এজন্য প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে বের না হওয়া এবং সরকারের স্বাস্থ্যবার্তা মেনে চলার আহ্বানও জানান তিনি।’

জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটানোর সময় এসএমপির উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ ব্যানার্জি, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেট/নোমান/বুলাকী