সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার মৃত্যুর দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবার মৃত্যুর দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালেই নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি স্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন সীতাহরণ গ্রামের সাত্তার মিয়া (৯০) ও তাঁর একমাত্র ছেলে ফজলুল হক (৪০) ।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত প্রায় দেড়বছর ধরে সাত্তার মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার ভোররাতে সাত্তার মিয়া মারা গেলে এই শোক সহ্য করতে না পেরে তার এক মাত্র ছেলে ছেলে রিকশা চালক ফজলুল হক দুই ঘন্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মারা যান।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, ঘটনা শুনে সেখানে টিম পাঠিয়েছিলাম। তাদের দুজনের কারোরই জ্বর-সর্দি-কাশি ছিল না, স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এস.এম মোসা বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। দু’জনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বাবা ছেলের লাশ দাফন করা হয়েছে। মাইনুদ্দীন রুবেল/সাজেদ