সারা বাংলা

টাঙ্গাইলে পুলিশের ভুয়া সদস‌্য আটক

টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর উপজেলার দেওলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সদর পুলিশ ফাঁদির সদস্যরা মো. মুভিন খান (৩৩) নাম ওই যুবককে আটক করে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনর্চাজ মো. মোশারফ হোসেন জানান, আজ বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পুলিশ পরিচয়ে মুভিন নামের ওই যুবক ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের কাছ থেকে চাঁদা তুলছিল। এসময় স্থানীয় জনতাদের সন্দেহ হয়। তারা ওই যুবককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মুভিন নতুন বাস টার্মিনাল এলাকায় পালিয়ে আসে। সেখান থেকে তাকে হাতে নাতে আটক করে পুলিশ।

কখনও পাসপোর্ট অফিস, বিআরটিএ, আবার কখনও ভূমি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল মুবিন। শুধু তাই নয়, যাত্রী বেশে অটোরিকশায় উঠে সুযোগ বুঝে অটোরিকশাও চুরি করেছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছে মুবিন।

পরে তাকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকুনুজ্জামানের কাছে হাজির করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে মুভিনকে দেড় মাসের কারাদণ্ড প্রদান করেন। শাহরিয়ার সিফাত/সনি