সারা বাংলা

হিলিতে ৪০টি বরজ পুড়ে ছাই

দিনাজপুরের হিলি সীমান্তে ৪০টি পানের বরজ আগুনে পুড়ে গেছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সীমান্তের ঘাসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা রাইজিংবিডিকে জানান, এদিন বিকেল ৪টার পানের বরজে আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ধারণা, সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত।

এদিকে, আগুন নেভাতে গিয়ে আজিজুল হক শুভ নামে স্থানীয় এক ব‌্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পানচাষী সোহরাব হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আমার একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এই বরজের উপর আমি নির্ভরশীল। আমার তিনটি পান বরজ ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে।’

বরজ শ্রমিক সুরুজ আলি বলেন, ‘বরজে ধোঁয়া দেখে আমরা আগুন নেভাতে ছুটে যাই। বাতাসের গতি বেশি থাকায় নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৪০টি বরজ পুড়ে গেছে। আমরা প্রায় ২০০ জন শ্রমিক বরজগুলোতে কাজ করি। প্রতিটি বরজে ৪/৫ লাখ টাকার পান ছিল। অন্তত দুই কোটি টাকার পান পুড়ে গেছে।’ মোসলেম উদ্দিন/সনি