সারা বাংলা

কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

করোনা সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইন না মানায় সিলেটে এক প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুক্তরাজ্যফেরত মো. ছিদ্দিক সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা।

সোমবার সিলেট সিটি করপোরেশেনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।

সিলেট সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাজ্য থেকে সিদ্দিক কয়েকদিন আগে দেশে ফিরেন।  আগামী ১ এপ্রিল পর্যন্ত তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল।

‘কিন্তু তিনি তা অমান্য করে সোমবার সকালে বাসা থেকে বের হয়ে যান। খবর পেয়ে সিসিকের ভ্রাম্যমাণ আদালত তার বাসায় গিয়ে জরিমানা করেন। একই সঙ্গে তাকে সঙ্গনিরোধে থাকার নির্দেশ দেন।’

 

সিলেট/নোমান/সাইফ