সারা বাংলা

সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যুবক আইসোলেশনে

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৯৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে, ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩১০ জনকে।

এ নিয়ে, এ পর্যন্ত মোট ২,৬৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অন্যদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এক যুবক।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের এক যুবক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে। করোনার উপসর্গের সঙ্গে তার কিছুটা মিল থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।

এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও ভারতে লকডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।

তবে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

 

শাহীন/টিপু