সারা বাংলা

করোনার লক্ষণ নিয়ে কিশোরের মৃত্যু, গ্রামের সবাই কোয়ারেন্টাইনে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে ওই গ্রামের সব পরিবারকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ভান্ডারিয়া উপজেলার একটি গ্রামে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় আক্রান্ত ওই কিশোরের মৃত্যু হয়। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

ওই কিশোরের মৃত্যুর পর তার পরিবারসহ গ্রামের সব পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম।

ভান্ডারিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ছেলেটি চার দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিল। তার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে তাকে হাসাপাতালে নিতে বলা হয়। কিন্তু পরিবারের লোকজন ছেলেটিকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা করে। আজ জানতে পারি, সে মারা গেছে। ওই ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। শুভ/রফিক/নাসিম