সারা বাংলা

নরসিংদীর একটি বাড়ি লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নরসিংদীর একটি বাড়ি লকডাউন করে গেটে লাল কাপড় টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওই বাড়ি ও এর আশপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আলী জানান, ওই বাড়িতে ৪০ বছর বয়সী এক পুরুষের করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক বাড়ি লকডাউন করা হয়। ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক ব্যক্তি কয়েক দিন আগে নরসিংদী শহরে ইতালিফেরত তার এক বোনের বাড়ি বেড়াতে যান। ধারণা করা হচ্ছে, সেখানে তার সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন। সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তি দুই শিশুকন্যা ও স্ত্রী নিয়ে বসবাস করেন।

তার নমুনা সংগ্রহের জন্য আইসিডিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে নমুনা নিয়ে পরীক্ষা করার পর করোনাভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওই ব্যক্তির সংস্পর্শে আসা দুই যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হানিফ/বকুল