সারা বাংলা

চট্টগ্রামে প্রথম করোনা রোগী, ৬ ভবন লকডাউন

চট্টগ্রাম নগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি যে ভবনে থাকেন সেটিসহ ছয়টি ভবন লকডাউন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মামনুন আহাম্মেদ ভবন লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পিআর অ্যান্ড আইসিটি) আবু বকর সিদ্দিকও জানিয়েছেন, ওই এলাকায় ক্রমান্বয়ে একাধিক বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। আনুমানিক ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ছিলেন। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষা করে জানা যায় যে, তিনি করোনায় আক্রান্ত। চট্টগ্রাম/রেজাউল/রফিক