সারা বাংলা

কারণ ছাড়া ঘোরাঘুরি: ৫ জনকে জরিমানা

প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করায় মৌলভীবাজারের বড়লেখায় পাঁচ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বড়লেখা পৌর শহরে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলাকালে তাদেরকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার জুলফিকার।

গত বুধবার (১ এপ্রিল) এলাকাবাসীকে মাইকিং করে বাইরে বের না হতে আহ্বান জানানো হয়েছিল। বড়লেখা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই আহ্বান জানায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বিনা কারণে বের হওয়ায় ওই পাঁচ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সচেতনতামূলক প্রচার অব্যাহত আছে। জনসাধারণকে বিনা কারণে ঘর থেকে বের না হতে অনুরোধ করছি।’ সাইফুল্লাহ হাসান/সনি