সারা বাংলা

গান গেয়ে প্রচারণা চালালেন গাজীপুরের পুলিশ সুপার

‘করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় কি? তা জানেন নি? শুনেন তবে আমরা কইতাছি। গাজীপুরবাসী, আমরা পুলিশ আমরা কইতাছি ...’

রেকডিং করা গানের সাথে গলা মিলিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ রোধে গণসচেতনা বাড়াতে গাজীপুরের মহাসড়কে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃতে জেলা পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গান পরিবেশন করে ওই জনসচেতনামূলক প্রচারণা চালায় পুলিশ।

এ সময় অতিথি হিসেবে অংশ নেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ. ক.ম মেজাম্মেল হক।

এসময় মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বের বড় বড় দেশ, ধনীরাষ্ট্র কীভাবে কুপোকাত হয়েছে তা আপনারা দেখেছেন। আমেরিকা, ইংল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া এবং ইটালিতে আক্রান্তের তুলনায় আল্লাহর মেহেরবানিতে আমরা বাংলাদেশ অনেক ভাল আছি। সেই ভালটা আমরা থাকতে চাই। এই ভালটা ধরে রাখতে চাই। সে জন্যই আমদেরকে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা সঠিকভাবে পালন করতে হবে।

ব্যতিক্রমধর্মী এ প্রচারণায় আরো অংশ নেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল, কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর মজুমদারসহ জেলা পুলিশের সদস্যগণ। গাজীপুর/হাসমত/বুলাকী