সারা বাংলা

সুনামগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সুনামগঞ্জের ৮৮ ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সুনামগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্টেশনে ডিলার কেবি রশিদের বিক্রয় কেন্দ্রে চাল বিক্রির মাধ্যমে জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তফা কামাল, সদর মডেল থানার পরিদর্শক সানজুর মোর্শেদসহ আরো অনেকে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনার সক্রমণরোধে মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে ও খাদ্য নিরাপত্তার জন্য এ চাল বিক্রি হচ্ছে। এ কার্যক্রমে কোনো অনিময় হলে সহ্য করা হবে না। ডিলার যথাযথভাবে বিক্রয় না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ১১ উপজেলার ৮৮ ইউনিয়নে ১৮০ জন ডিলারের মাধ্যমে ৯১ হাজার ৯৫০ জন কার্ডধারী এই চাল ক্রয়ের সুযোগ পাবেন। একটি হতদরিদ্র পরিবার প্রতি মাসে ১০ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল নিতে পারবে।

 

সুনামগঞ্জ/আল আমিন/ইভা