সারা বাংলা

লালমনিরহাটে আইসোলেসনে নতুন রোগী ভর্তি

লালমনিরহাট সদর হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নতুন এক রোগী ভর্তি হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. আছিরুজ্জামান আদনান।

এর আগে শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার সময় ওই রোগী হাসপাতালে ভর্তি হন।

রোগীর বাড়ি লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র নর্থবেঙ্গল যোগীটারিতে।

ডা. আছিরুজ্জামান আদনান জানান, রোগীর ভর্তির সময় তার জ্বর, সর্দি, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট ও শরীরে ব্যাথা ছিল। প্রাথমিক পরীক্ষা শেষে রাতেই তাকে নার্সিং কলেজের অতিথি ভবনের আইসোলেসন ওয়ার্ডে পাঠান হয়েছে।  এ নিয়ে সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে দুই রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, এর আগে কালিগঞ্জের রোগীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাটের নতুন রোগীর নমুনা সংগ্রহের কাজ চলছে। সংগ্রহের পর তার নমুনাও পাঠানো হবে।  

 

ফারুক/বুলাকী