সারা বাংলা

ওয়ালটন লালমনিরহাটের চিকিৎসকদের পিপিই দিল

করোনাভাইরাস মোকাবিলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের শীর্ষ শিল্প গ্রুপ ওয়ালটন লালমনিরহাটে চিকিৎসকদের জন্য পিপিই দিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ওয়ালটন গ্রুপ থেকে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে ২০ সেট পার্শোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়। বিএমএ এবং সিভিল সার্জনের পক্ষে পিপিই গুলো গ্রহণ করেন ডা. মনজুর মোরশেদ এবং ডা. ওয়াহিদা। ওয়ালটনের প্রডাকশন ডিপার্টপেন্টের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ (ডেপুটি ডাইরেক্টর), ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম (এসিস্ট্যান্ট ডাইরেক্টর) এবং ফারহান সাদিক (সিনিয়র ডেপুটি এসি.ডাইরেক্টর) পিপিই সেটগুলো হস্তান্তর করেন।

খোঁজ নিলে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় ওয়ালটন গ্রুপ থেকে নেওয়া হয়েছে মানবিক কার্যক্রম। এরই মধ্যে লালমনিরহাটে মানবিক সাহায্যের অংশ হিসাবে বেশকিছু পরিবারে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী। ওয়ালটনের একাধিক সুত্র নিশ্চিত করেছে, ওয়ালটনের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবিলায় ওয়ালটন গ্রুপ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

বিএমএর পক্ষ থেকে ডা. মোর্শেদ ওয়ালটনের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে পিপিই দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় ওয়ালটনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, অবশ্যই এটা একটি ভাল উদ্দোগ। ফারুক/সাজেদ