সারা বাংলা

নওগাঁয় আট কোটি টাকার প্রত্নতত্ত্ব নিদর্শন উদ্ধার

নওগাঁ পত্নীতলায় নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পত্নতত্ত্ব নিদর্শন (বেল মাটাল) উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫   রবিবার   দুপুরে   এক   প্রেসবিজ্ঞপ্তিতে   জানায়,   জয়পুরহাটে র‌্যাব ক্যাম্পের   কমান্ডার   অতিরিক্ত   পুলিশ   সুপার   এম   এম   মোহাইমেনুর   রশিদের নেতৃত্ব রবিবার দুপুরে পত্নীলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে   মৃত হরিহর   চেীধুরীর   ছেলে   শ্রী   গৌর   চৌধুরী   (৩৪)   ও   খলিলুর রহমানের ছেলে  সোহেলের   (২৫)  কাছ থেকে ১৮  শতকের  একটি  সোনালী   রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করে।  যার আনুমানিক   মূল্য আট কোটি   টাকা।   পরে   সোনালী   রংয়ের   গোলাকৃতির পাত্রসদৃশ   প্রত্নতত্ত্ব   নিদর্শনটি   (বেল   মেটাল)  পত্নীতলা   উপজেলা নির্বাহী   অফিসার,   অফিসার   ইনচার্জ   ও   নওগাঁ   প্রত্নতত্ত্ব   বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনামের কাছে হস্তান্তর করা হয়। নওগাঁ/অরিন্দম মাহমুদ/সাজেদ