সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য বিতরণে পরিবর্তন

করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সাময়িকভাবে তাদের খাদ্য বিতরণ কর্মসূচিতে পরিবর্তন এনেছে।

ডব্লিউএফপি রোহিঙ্গা ক্যাম্পে ই-ভাউচার আউটলেট ও ইন কাইন্ড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে খাদ্য বিতরণ করে থাকে।

যদিও এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি নেই, তবুও শারীরিক দূরত্ব ও অন্যান্য পরিচ্ছন্নতামূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ডব্লিউএফপি থেকে স্টাফ, অংশীদার, খুচরা বিক্রেতা ও রোহিঙ্গাদের ঝুঁকি কমানোর জন্য সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডব্লিউএফপির ই-ভাউচার আউটলেটে প্রতিদিন আসা মানুষের সংখ্যা কমিয়ে দিয়েছে ও সেখানে যেন কম সময় থাকতে হয়, সেই ব্যবস্থা করেছে। এই মাস থেকে প্রতিটি রোহিঙ্গা পরিবার থেকে কেবল একজন খাদ্য সংগ্রহ করতে পারবে। এই খাদ্য আগে থেকে একটি প্যাকেটে রাখা থাকবে। এই খাদ্যে সেই পরিবারের এক মাস চলবে।

আউটলেটে প্রবেশ করার আগে প্রত্যেককে হাত ধুতে হবে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপাতে হয়।

কক্সবাজারে ডব্লিউএফপি-এর ভারপ্রাপ্ত ইমার্জেন্সি কো-অর্ডিনেটর জেফ কাপুর বলেন, ‘‘যাদের জন্য আমরা কাজ করি, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ডব্লিউএফপি’র কাছে সবচেয়ে জরুরি বিষয়।’’

 

রুবেল/বকুল