সারা বাংলা

খুলনা লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে লকডাউন জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএমপির এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের যাতায়াত ছাড়া অন্য সব ব্যক্তি ও যানবাহনের খুলনা মহানগর এলাকা থেকে বের হওয়া এবং নগরীতে ঢোকা বন্ধ থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউনের এ ঘোষণা বলবৎ থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘নগরীর বাসিন্দারা যেন অযথা ঘর থেকে বের না হয়, সেজন্য মাইকিং করা হচ্ছে। জলকামান দিয়ে প্রতিদিন নগরীর রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।’ মুহাম্মদ নূরুজ্জামান/সনি