সারা বাংলা

আইন অমান্য করায় লক্ষাধিক টাকা জরিমানা

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মানায়, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে ৬০টি মামলা করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জর পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশ অমান্য করায় গোপালগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্থানে ১৫টি দলের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোপালগঞ্জ সদরে ৯টি আদালতের মাধ্যমে ২৫ হাজার ৩০০ টাকা, কাশিয়ানী উপজেলায় ২টি আদালতের মাধ্যমে ৪৩ হাজার টাকা, কোটালীপাড়া উপজেলায় ২টি আদালতের মাধ্যমে ২৮ হাজার ১০০ টাকা, টুঙ্গিপাড়া উপজেলায় একটি আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা ও মুকসুদপুর উপজেলায় একটি আদালতের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মোট ৬০টি মামলা করা হয়। এছাড়া, ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাদল/ইভা