সারা বাংলা

নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদেরের ত্রাণ বিতরণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের নির্বাচনী এলাকায় তাঁর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মন্ত্রীর পক্ষ থেকে ত্রাণের ২৬ মেট্রিক টন চাল বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন মন্ত্রীর ছোট ভাই নোয়াখালী জেলা আ. লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় তিনি উপজেলার ৮ জন ইউপি চেয়ারম্যানের কাছে মন্ত্রীর ত্রাণের চাল হস্তান্তর করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, ‘মন্ত্রীর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলায় ১৩ মেট্রিক টন করে মোট ২৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে মন্ত্রীর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ এবং কবিরহাট উপজেলার গরীব অসহায় পরিবারগুলোর মাঝে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।’

এসময় আরো ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল। সুজন/মাহি