সারা বাংলা

ঘাস কাটা নিয়ে বিরোধে কৃষকের মৃত্যু, আটক ১

নোয়াখালীর সুবর্ণচরে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবুল কালাম (৫৫)। তিনি একই ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক মো. ইব্রাহীম খলিল জানান, গরুর ঘাস কাটা নিয়ে পাশের বাড়ির রিয়াজের সঙ্গে কালামের প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ কালামের ওপর হামলা করে তাকে বেধড়ক কিল ঘুষি দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

এছাড়া, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

সুজন/বুলাকী