সারা বাংলা

বাগেরহাটে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে আজ বুধবার (৮ এপ্রিল) সকালে তিন ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ স্ত্রী ও স্বামীর মৃত্যু হয়েছে।

সকাল ৬টা ১০ মিনিটে পৌর শহরের বাসিন্দা ৭৫ বছর বয়সী বৃদ্ধা মারা যান। এর তিন ঘণ্টার পর ৯টার দিকে ৮৩ বছর বয়সী বৃদ্ধ স্বামী মারা যান।

এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে পাঁচ সদস্যের মেডিকেল টিম ওই বাড়িতে পৌছায়। তারা খোঁজ খবর নেন। পরিবার ও প্রতিবেশীর সঙ্গে কথা বলেন।

মৃত দম্পতির ছেলে জানান, তার বাবা-মা দুইজনের ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল। দুইজনকে ভারতে চিকিৎসা শেষে গত জানুয়ারি মাসে বাড়িতে নিয়ে আসা হয়। সেই সময় থেকে তারা অসুস্থ ছিলেন। বাড়িতে অবস্থান করতেন।

তিনি জানান, তাদের শ্বাসকষ্ট বা জ্বর ছিল না। করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ২৫ মার্চ থেকে ওই পরিবারের কেউ বাড়ি থেকে বের হননি।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, চিকিৎসকরা সেখানে গিয়ে জানতে পেরেছেন, তারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, তারপরও দেশের করোনা পরিস্থিতি থাকায় পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

ওই পরিবারটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।

 

টুটুল/বকুল