সারা বাংলা

শাহজালাল (রহ.) মাজারের ফটক ২ দিন বন্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রধান ফটকসহ তিনটি ফটক দুই দিন বন্ধ থাকবে।

বুধবার (৮ এপ্রিল) এ তথ‌্য জানান মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।

শবে বরাতের রাতে এ মাজারে সহস্রাধিক মুসল্লির আগমন ঘটে। মুসল্লিদের সমাগম ঠেকাতেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর থেকে শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত ফটকগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।

তিনি জানান, এ দুদিন মাজারে কাওকে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য মাজারের তিনটি ফটকই বন্ধ থাকবে। একই সাথে মাজার সংলগ্ন গোরস্থানের ফটকও বন্ধ থাকবে।

এদিকে হযরত মানিকপীর (রহ.) সিটি কবরস্থানেও মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। এ কবরস্থান ছাড়াও সিলেট নগরের অন্য কবরস্থানগুলোতেও মুসল্লিদের জমায়েত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে জমায়েতের ব‌্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে মসজিদে নামাজ চালু রাখার জন্য পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচ জন এবং জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন মুসল্লির অংশগ্রহণের অনুমতি রয়েছে।

একই সাথে নামাজ আদায়ের পাশাপাশি শবে বরাতও নিজ বাসায় পালনের আহ্বান জানিয়েছেন ইসলামি ফাউন্ডেশন। আব্দুল্লাহ আল নোমান/সনি