সারা বাংলা

কোয়ারেন্টাইনে না.গঞ্জের ৪ প্রশাসনিক কর্মকর্তা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জ্বর, কাশি, সর্দিসহ বিভিন্ন করোনা উপসর্গ থাকায় তাদের কোয়ারেন্টাই পাঠানো হয়। এরা হলেন—নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

এছাড়াও, নারায়ণগঞ্জ জেলা করোনা সংক্রান্ত ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম রয়েছেন আইসোলেশনে।

তিনি বাড়িতেই এই প্রক্রিয়ার মধ্যে আছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে লকডাউন চলছে। জেলার সবগুলো প্রবেশদ্বারে চেক পোস্ট বসানো হয়েছে। লকডাউন বাস্তবায়ন ও করোনা ভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলাতে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

 

রাকিব/বুলাকী