সারা বাংলা

চট্টগ্রামে ১৩৩ যানবাহন আটক

চট্টগ্রাম মহানগরী দেশের অন্যান্য জেলা উপজেলা থেকে বিচ্ছিন্ন থাকার মধ্যেও ট্রাফিক আইন ও সড়ক পরিবহন  অমান্য করে চলাচলকারী ১৩৩টি যানবাহন আটক করা হয়েছে।

এছাড়া বিভিন্ন যাবহানের বিরুদ্ধে ১১০টি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গতকাল বুধবার সারাদিনের অভিযানে এসব যানবাহন আটক ও মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রফিক আইন-২০১৯ ও সড়ক পরিবহন ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক ৮৬টি এবং ট্রাফিক বন্দর বিভাগ কর্তৃক ২৪টি মামলাসহ সর্বমোট ১১০টি মামলা দায়ের করা হয়।

এছাড়াও, সড়ক পরিবহন আইন ২০১৯ অমান্য করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক ৮০টি যানবাহন এবং ট্রাফিক বন্দর বিভাগ কর্তৃক ৫৩টি যানবাহনসহ সর্বমোট ১৩৩টি যানবাহন আটক করা হয়। ট্রাফিক বিভাগের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী