সারা বাংলা

শিবচরে ত্রাণ বিতরণের তালিকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

মাদারীপুরের শিবচরে ত্রাণ বিতরণের তালিকা তৈরি করা নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল এলাকায় খালেক কাজী ও নজরুল শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এই নিয়ে ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক শেখ ওই এলাকার যুবক খালেক কাজী ও নজরুল শেখকে তালিকা তৈরির  দ্বায়িত্ব দেন। আজ সকালে নজরুল শেখের সঙ্গে  তালিকা নিয়ে তৈরি নিয়ে খালেক কাজীর ভাই সাহাবুদ্দিন কাজীর সঙ্গে কথা কাটাকাটি  হয়। এ নিয়ে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক শ‌রিফ বলেন, ‘আমরা গত কয়েকদিন  ধরে এলাকার গণ্যমান্যদের সঙ্গে নিয়ে তালিকা তৈরি করেছি। আমি কয়েক মাস ধরে অসুস্থ। তাই আমি নজরুল ও সাহাবুদ্দিনকেও তালিকা তৈরির দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু কি কারণে ওদের মধ্যে মারামারি হলো আমি তা জানি না।’

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরে ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ রিজভী/ইভা