সারা বাংলা

চাঁদপুর লকডাউন

চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে জেলার অভ্যন্তরীণ পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা হতে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. মাজেদুর রহমান খান।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা চালু থাকবে। শুধু তাই নয়, জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলাতেও যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা চালু থাকবে।

কেবলমাত্র চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদী এর আওতামুক্ত থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অমরেশ/সনি