সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে ৬৩০ বস্তা চালসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৬৩০ বস্তা ওএমএসের সরকারি চালসহ এক নসিমন চালককে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নসিমন চালক পান্না জানান, চালগুলো মোড়লহাট থেকে নিয়ে কুশলডাঙ্গী বাজারের ব্যবসায়ী এমেরুল মিলারের গুদামে নিয়ে যাচ্ছিলেন। এসব চাল এমেরুল মিলার কিনেছেন।

খায়রুল আলম সুমন জানান, স্থানীয়রা চালগুলো আটক করে তাকে খবর দেন। পরে তিনি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আটককৃত চালগুলো উদ্ধার করে নিয়ে আসেন। সেসময় নসিমনে থাকা অপর দুইজন জন পালিয়ে গেলেও নসিমনের চালক পান্না কাউসারকে আটক করা হয়। পরে প্রশাসনের অভিযানে দুটি মিল থেকে আরো ৫৬২ বস্তা চাল উদ্ধার করা হয় ও গুদাম সিলগালা করে দেওয়া হয়। মিল মালিক আমিনুল ইসলাম পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। হিমেল/সনি