সারা বাংলা

সোনারগাঁওয়ে বিয়ে করা সেই কর্মকর্তা বরখাস্ত

এই করোনাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনসমাগম ঘটিয়ে বিয়ে করায় সাময়িক ভাবে বরখাস্ত হয়েছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।

সোনারগাঁওয়ের আমিনপুর ইউনিয়নের এই পরিবার পরিকল্পনা পরিদর্শককে ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বরখাস্তের আদেশ জারি করে।

আদেশে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের জন্য শাহিন কবির অধিক জনসমাগম করেছেন।

‘উক্ত কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থি বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

প্রসঙ্গত, পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির সোনারগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে। তিনি গত ৭ এপ্রিল লকডাউন ভেঙে ধুমধাম করে পারিবারিকভাবে বিয়ে করেন। তিনি নিজে ৭০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে খাওয়া দাওয়াও করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানাও করে।

 

নারায়ণগঞ্জ/রাকিব/টিপু