সারা বাংলা

হবিগঞ্জে নারায়ণগঞ্জ থেকে আসা ১৬ শ্রমিক আইসোলশনে

হবিগঞ্জে নারায়ণগঞ্জ থেকে আসা সুতা মিলের ১৬ শ্রমিককে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদের মধ্যে ৬ জন নারী। তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে ফেরা ১৬ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের বয়স ২০/২২ বছরের মধ্যে। এর আগে গত বুধবার যশোর থেকে ফেরা তাবলিগ জামাতের ৬ জনকে একইভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।

বর্তমানে ৫০ শয্যার এই ওয়ার্ডে ২৬ রোগী ভর্তি আছেন। এর আগে সেখান থেকে আরও ১২ রোগী রিলিজ নিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, খবর পেয়ে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে নারায়ণগঞ্জ থেকে ফেরা ১৬ শ্রমিককে আটক করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরকে সেখানকার আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

যেহেতু নারায়ণগঞ্জ ঝুঁকিপূর্ণ এবং সেখানে তারা কারখানাতে কাজ করতেন তাই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া, করোনা প্রতিরোধে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

 

মামুন/বুলাকী