সারা বাংলা

চট্টগ্রামে নতুন করোনা রোগী নেই

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কোনো নতুন রোগী শনাক্ত হননি। এই সময়ে এই জেলা থেকে সর্বমোট ১০৪ জনের নমুনা পরীক্ষায় সবার ফলাফলই নেগেটিভ এসেছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব বিষয় নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গতকাল ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বমোট ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই ৫ জন বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল।

এছাড়া, করোনার উপসর্গ নিয়ে ফৌজদারহাট বিআইটিআইডিতে আইসোলেশনে রয়েছেন ৭ জন। সর্বশেষ গত ২৪ যে ১০৪ জনের নতুন পরীক্ষা করা হয়েছে তাদের কারো মধ্যেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।

বর্তমানে চট্টগ্রামে সর্বমোট ১৩৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পিপিই মজুদ আছে ৮ হাজার ২২৭টি।

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চট্টগ্রামের সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘জনসাধারণের প্রতি আমাদের একটাই আর্তি, একটাই আবেদন- আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। ঘরে থাকলেই আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখবেন।’

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী