সারা বাংলা

সামাজিক দূরত্ব মেনে মহাসড়ক অবরোধ

ত্রাণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মহাসড়ক অবরোধ করেন সাধারণ মানুষ।

শুক্রবার (১০ এপ্রিল) ‘সামাজিক দূরত্ব’বজায় রেখে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের লোকজন কচুবাড়ি এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। তারা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের শতাধিক নারী-পুরুষ ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে অবস্থান নেন। তারা সড়কে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় কয়েকজন যুবক বিক্ষোভকারীদের করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব মেনে বিক্ষোভ করার নির্দেশনা দেন। তখন বিক্ষোভকারীরা  ‘সামাজিক দূরত্ব’মেনে সড়কে অবস্থান নেন।

বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় লোকজন খাদ্য সামগ্রীর জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ইউএনও আবদুল্লাহ আল মামুন তাদের খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন সড়ক থেকে সরে যান। ঠাকুরগাঁও/হিমেল/ইভা