সারা বাংলা

১০ টাকায় চাল-ডাল

মাগুরার মহম্মদপুরের একদল যুবক চালু করেছেন ১০ টাকার সদাই কার্যক্রম। ‘আপনার মানবিক সহযোগিতায় চলবে এই দোকান’—এই স্লোগান নিয়ে করোনাভাইরাসের প্রকোপে উপার্জন হারানো হতদরিদ্র পরিবারকে সহযোগিতাই তাদের লক্ষ্য।

১০ টাকার সদাইয়ে থাকছে—এক কেজি চাল, এক কেজি আলু, এক হালি ডিম, ২০০ গ্রাম ডাল, ২০০ গ্রাম করে পেঁয়াজ ও রসুন।

গত ৯ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০-১১টা এবং বিকাল ৪-৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে দেওয়া হচ্ছে এ সহযোগিতা। স্বল্প আয়ের অসহায়দের বেছে নিয়ে কার্ড করে দিচ্ছেন যুবকরা। কার্ড দেওয়ার সময়ই তাদের বলে দেওয়া হচ্ছে কোথা থেকে পাওয়া যাবে এই ১০ টাকার সদাই।

১০ টাকার এ প্যাকেজের সমন্বয়ক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমাদের উদ্দেশ্য করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকা। আমরা কারা এর সঙ্গে আছি সেটি প্রকাশ করার ইচ্ছা নেই। তবে যে কেউ স্বেচ্ছায় আমাদের সহযোগী হতে পারেন।’বিজ্ঞপ্তি

 

ঢাকা/শান্ত