সারা বাংলা

পাবনাতে টিসিবির পণ্য মজুতের অভিযোগে গ্রেপ্তার ২

টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য মজুতের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে ডিলারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার মুলাডুলি মধ্যপাড়া গ্রামের মৃত সনৎ কুমার সরকারের ছেলে উৎপল কুমার সরকার (৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে খোকন শেখ (৩০)। এদের মধ্যে উৎপল কুমার আটঘরিয়া উপজেলা সদরে টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার। খোকন তার চোরাকারবারের সহযোগী।

ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, গ্রেপ্তাররা টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় খোলা বাজারে বিক্রির জন্য মজুত করে আসছিলেন। ডিলার উৎপলের দোকানে টিসিবির পণ্য বিক্রির জন্য রাখার কথা থাকলেও তিনি খোকনের বাড়িতে অবৈধভাবে মজুত করেছিলেন।

গোপনে খবর পেয়ে মুলাডুলি মধ্যপাড়া গ্রামে অভিযান গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উৎপল ও খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খোকনের বসতবাড়ি থেকে ২৫০ কেজি চিনি, ১০০ কেজি মসুরের ডাল ও ১০০ কেজি ছোলা জব্দ করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। শাহীন/বুলাকী