সারা বাংলা

মাদারীপুরে জ্বর-কাশি নিয়ে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব সন্নাসীর চরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত এক মালয়েশিয়া প্রবাসী মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে মালোশিয়া থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন ওই প্রবাসী। দেশে ফেরার পর থেকেই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ পড়েন তিনি। পরে বাড়িতেই তার মৃত্যু হয়। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানিয়েছেন, ওই প্রবাসী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘কিছু দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। যেহেতু তিনি মালোশিয়া থেকে এসেছেন, তার অবশ্যই করোনাভাইরাস পরীক্ষা করা উচিত ছিল।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শারীরিক অবস্থা ও লক্ষণের কথা শুনে মনে হচ্ছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। করোনার উপসর্গ না থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়নি।’

 

মাদারীপুর/বেলাল/রফিক