সারা বাংলা

টিসিবির তেল দোকানে, বাগেরহাটে জরিমানা

বাগেরহাটের চিতলমারীতে দোকানে টিসিবি'র সয়াবিন তেল সংরক্ষণে রাখার অপরাধে দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চিতলমারী উপজেলা সদরের আবির স্টোর নামের দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এসময় দোকানে টিসিবি'র বোতলজাত ৯২ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দোকানের মালিক কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘টিসিবির পণ্য সংরক্ষণে রাখার অপরাধে কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তেল কিভাবে বাইরের দোকানদারের কাছে গেল সে জন্য ডিলার জাহাঙ্গীরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা এবং ৬১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

 

টুটুল/টিপু