সারা বাংলা

টিসিবির ডিলার যুবলীগ নেতা আজমল গ্রেপ্তার

টিসিবি’র ডিলার ও রংপুর মহানগরীর ২৫ নং ওয়ার্ড যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আজমল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরীর মাহিগঞ্জ সাতমাথা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ওসি) ফিরোজ ওয়াহিদ।

টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে গত শুক্রবার (১০ এপ্রিল) নগরীর পশ্চিম খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হালিম (৬২) নামে এক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৮ কার্টন সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন তেল উদ্ধার করা হয়।

এছাড়াও পরেরদিন শনিবার বোতলা বৈশাখী ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে টিসিবির পাঁচ লিটার ওজনের সাত কার্টন ও দুই লিটার ওজনের ২৩ কার্টন সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের দুই বস্তা চিনি উদ্ধার করা হয়।

এ ঘটনায় লুৎফুর রহমানকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত এসব পণ্য ডিলার আজমল উদ্দিনের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন ওই দুই ব্যবসায়ী।

এ ঘটনায় আজমলের ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) সুজা উদ্দৌল্লা সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এছাড়াও যুবলীগের ওয়ার্ড সভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। নজরুল মৃধা/সনি