সারা বাংলা

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের দুর্দিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করা শতাধিক ফটোগ্রাফার দুরবস্থার মধ্যে পড়েছেন। অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে তাদের পরিবারের সদস্যরা।

কুয়াকাটা সৈকতে কাজ করেন এমন শতাধিক ফটোগ্রাফার রয়েছেন;  যারা পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। নভেল করোনাভাইরাস সংকমণরোধে গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পর কর্মহীন হয়ে পড়েছেন তারা।

এই সকল ফটোগ্রাফারদের মধ্যে এমন অনেকে আছেন, যারা অন্য উপজেলা থেকে এসে ছবি তুলে জীবিকা নির্বাহ করেন। দেশের অবরুদ্ধ অবস্থার মধ্যে তাদের অন্য আয়ের পথও নেই।

কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ তৌয়ব বলেন, কাজ না থাকায় অনেক ফটোগ্রাফার অনাহারে-অর্ধাহারে রয়েছেন। তারা কারো কাছে হাত পাততেও পারছেন না।

কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা জানান, পৌর শহরের সবার তালিকা তৈরি করা হচ্ছে; সবাই সহায়তা পাবেন।

 

ঢাকা/বকুল